February 20, 2019

কুরবানির টাকায় অসহায়দের ঈদ সামগ্রী দিলেন চেয়ারম্যান শামিম খান

DSCN6895

এ কে আজাদ, চাঁদপুর : মানুষ মানুষের জন্য। যে কোন বিপদ গ্রস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি বিত্তবান মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। অন্ন, বস্ত্র ও বাসস্থান এই তিনটি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই তিনটি মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারছে না যারা তারাই অধিকার বঞ্চিত মানুষ। মৌলিক অধিকার বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে এমন কিছু অসহায় মানুষের পাঁশে এসে দাড়িয়েছেন চাঁদপুর সদর উপজেলার ১নং বিঞ্চুপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামিম। নিজের কুরবানির অর্থের অর্ধেক টাকা দিয়ে সেমাই, চিনি, দুধ আর চাল কিনে রাতের আঁধারে দুই শতাধিক অসহায় মানুষের ঘরে-ঘরে পৌছে দিলেন তিনি নিজেই। মেঘনা নদীর পাড় ঘেঁসা বিঞ্চুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের একটি অংশ, চারদিকে নদী ঘেরা চর সেখানেই গৃহহিন মানুষের জন্য তৈরী করা হয়েছে আশ্রয়ন প্রকল্প। সেখানে ৪৮টি পরিবার বসবাস করছে। এদের খবর অনেকেই রাখেন না। নদী ঘেরা বিঃদুৎ হীন এই চরটিতে সন্ধ্যা এলেই ভুতরে পরিবেষের সৃষ্টি হয়। কোন উৎসবেই এদের খবর নিতে আসেন না কেউ। হঠাৎ করেই চেয়ারম্যান শামিম খান সন্ধ্যা রাতে দুটি ট্রলার বোঝাই করে ঈদ উপহার নিয়ে ছুটলেন সেই আশ্রয়ন প্রকল্পে। কেউ কিছু বুঝার আগেই প্রতিটি ঘরের দড়জার কড়া নেরে-নেরে সবাইকে একসাথে জড়ো করে নিজ হাতে সকলের হাতে হাতে পৌছে দিলেন ঈদ সামগ্রী। আনন্দে দিশেহারা হয়ে পড়েন আশ্রয়ন প্রকল্পের অসহায় মানুষ গুলো। বেশ কিছু সময় কাটালেন তাদের সাথে, প্রতিশ্রুতি দিলেন এখানকার একটি পরিবারও আর না খেয়ে থাকবে না। পড়ালেখা থেকে বঞ্চিত থাকবেনা তাদের শিশুরাও। যে কোন বিপদে তাদের পাঁশে থাকবেন তিনি। সুধু সেখানেই শিমাবদ্ধ থাকেন না তিনি এলাকার প্রায় দুই শতাধীক অসহায় পরিবারের ঘরে পৌছে দিলেন ঈদ সামগ্রী।

Related posts