April 22, 2019

কাশ্মীরের মকবুল দ্বিতীয় শাহরুখ!

Captureবিনোদন ডেস্ক ::

ভারতের কাশ্মীরের বাসিন্দা হায়দার মকবুল দেখতে পুরোপুরিই বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো।

নাক, চোখ, চুল, দাঁড়ি সবই হুবহু এক। এমনকি স্টাইলেও আছে সাদৃশ্য।

কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা হায়দার মকবুল শাহরুখের খুব বড় ভক্ত। আর শাহরুখের ভক্ত হওয়ার পেছনের মূল কারণ হলো তিনি নিজেও দেখতে অবিকল শাহরুখের মত।

এমন কি গালের টোলটাও আছে মকবুলের। শাহরুখের স্টাইল অনুকরণ করায় ছোট-খাটো কোনো পার্থক্য থাকলেও সেটা বোঝার কোনো উপায় নেই। পাড়া প্রতিবেশী, বন্ধুরা এমনকি অপরিচিতরাও তার সঙ্গে সেলফি তুলতে আগ্রহী।

শাহরুখের মতো চেহারা হওয়ার কারণে তিনি রাতারাতি বনে গেছেন ফেসবুক সেলিব্রেটি। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা বাড়ছে খুব দ্রুত। জনপ্রিয় হয়ে গেছেন টুইটারেও। তাকে নিয়ে গণমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।

হায়দার মকবুল এখন ব্যস্ত আছেন শাহরুখের অনুকরণে তোলা ছবি শেয়ার করা নিয়ে। আর আসল শাহরুখ বর্তমানে ব্যস্ত আছেন আনুশকার সঙ্গে অভিনীত ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচারণা নিয়ে। ছবিটি ৪ আগস্ট মুক্তি পাবে।

Related posts