March 22, 2019

কাশ্মিরে যুবককে গাড়িতে বেঁধে ঘুরালো ভারতীয় সেনাবাহিনী

kasভারত ::ভারত শাসিত কাশ্মিরে এক যুবককে জিপের সামনে বেঁধে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ওই যুবককে বর্ম হিসেবে ব্যবহার করছে তারা। এমনিতেই কাশ্মিরে উত্তেজনা থামছে না। তার উপর এই ভিডিও সামনে আসতে নতুন করে বিতর্ক হয়েছে।

কাশ্মিরি প্রতিবাদীদের ভয় দেখাতেই এমন কৌশল নেয়া হয়ে থাকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও নকল কিনা যাচাই সেটা করা হবে।

গত রোববার শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেয়া হয়। সহিংসতা এবং কম ভোট পড়ার কারণে সেই নির্বাচন বাতিল করা হয়। বৃহস্পতিবার নতুন করে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটের হার আগের থেকেও কমেছে।

মনে করা হচ্ছে, ভিডিওটি ভোটের দিনেই কেউ রেকর্ড করেছে। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে সেনা সদস্যর কণ্ঠ। তাতে শোনা যায়, ‘‌যারা পাথর ছুঁড়বে তাদের একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’‌

ভিডিও প্রসঙ্গে জম্মু–কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটে বলেছেন, ‘‌সেনার জিপের সামনে এই যুবককে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে যাতে জিপে পাথর না লাগে?‌ এটা খুবই দুর্ভাগ্যজনক।’‌

Related posts