March 20, 2019

কারিনার পাশে দাঁড়াতে শহিদের আপত্তি!

বিনোদন ডেস্ক : বলিউডে শহিদ কাপুর ও কারিনা কাপুর জুটি পর্দায় যেমন হিট ছিল, তেমন পর্দার বাইরেও ছিল দারুণ হিট। এই জুটি নিয়ে উত্তেজনা ছিল চরমে। তবে প্রেম বিচ্ছেদের পর সে পারদ আর জ্বলে উঠেনি। দেখা যায়নি তাদের একসাথে পর্দা ও পর্দার বাইরে।

এদিকে দীর্ঘ কয়েক বছর পর আবারও তারা একই সাথে পর্দায় হাজির হয়েছেন। ‘উড়তা পাঞ্জাব’  ছবির মাধ্যমে তাদের দেখা যাবে। যদিও এ ছবিতে তারা জুটিবদ্ধ হননি। তারপর এ ছবিটি দারুণ আলোচনায় আছে।

এদিকে ছবিটর জোর প্রচারণায় নেমেছেন তারা। সঙ্গে আছেন আলিয়া ভাট ও দিলজিৎ দশাঞ্জ। তবে ছবির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে যান শহিদ কারিনা। একসঙ্গে ছবি তুলতেও নারাজ ছিলেন তারা।

কারণ, সহশিল্পী ও প্রাক্তন প্রেমিকা কারিনার সঙ্গে ছবি তোলার কোনো ইচ্ছা ছিল না শহিদের। এমনটা নিজেই স্বীকার করেছেন তিনি। এরপর থেকে এ বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। শুধু তাই নয়, নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনাও। বিচ্ছেদের এতটা সময় কেটে যাওয়ার পর এখন কিসের রাগ-অভিমান তাদের। এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

Related posts