February 22, 2019

কাউন্টি খেলতে অনুমতি পেল মুস্তাফিজ

cms-image-000001146

অবশেষে ইংল্যান্ডে কাউন্টি খেলার অনুমতি পেল বাংলাদেশ দলের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। আগামী ১৩ জুলাই সাসেক্সের হয়ে খেলতে দেশ ছাড়বেন দেশ সেরা এই পেসার।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ‘নিউ এইজ’কে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

ঈদের পর কাউন্টি খেলতে গেলে মোট চারটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন মুস্তাফিজ। এছাড়াও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে চারটির মত ওয়ানডে ম্যাচেও দেখা যেতে পারে তাকে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, “মুস্তাফিজের শারীরিক অবস্থার ব্যাপারে আমাদের মেডিক্যাল টিম ইতিবাচক রিপোর্ট দিয়েছে। অনুশীলনেও সে ভালো করছে। ভিসা পেয়ে গেলে আগামী ১৩ জুলাই সে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিবে”।

আগামী ১৫ জুলাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে অভিষেক হতে পারে এই বাঁহাতি পেসারের। আগামী ২ আগস্ট পর্যন্ত সাসেক্স দলের সাথে থাকতে হবে মুস্তাফিজকে।

উল্লেখ্য, মুস্তাফিজের না আসা পর্যন্ত শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকেরাকে দলে ভিড়িয়েছে সাসেক্স।

Related posts