February 22, 2019

কলকাতার উড়াল সেতু নিয়ে মুখ খুললেন শাহরুখ

06 Apr, 2016, বিনোদন ডেস্কঃঃ কলকাতার উড়াল সেতু দুর্ঘটনা সম্পর্কে মুখ খুললেন শাহরুখ খান। এই প্রসঙ্গে বলতে গিয়ে গিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন মিডিয়ার। শাহরুখের মতে ঘটনা ঘটার পরই তার মধ্যে রাজনীতি খুঁজতে শুরু করেছিল মিডিয়া।

তিনি বলেন ঘটনার পর মিডিয়া নিহতদের কথা ভুলে গিয়ে দোষীকে খুঁজতে শুরু করে। শাহরুখ জানিয়েছেন ঘটনার দিন তিনি কলকাতায় না থাকলেও ,দুর্ঘটনার খবর তিনি তার মেকআপ ভ্যানে বসে টেলিভিশনে দেখতে শুরু করেন।

আর সেই সময় টেলিভিশন দেখেই তার এই কথা মনে হয়। গত ৩১ মার্চ কলকাতায় ঘটে গেছে এই ভয়াবহ দুর্ঘটনা। এই নিয়ে কলকাতার সাধারণ মানুষ থেকে গুণীজনরা সকলেই মুখ খুলেছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ব্রান্ড অ্যামবাস্যাডার শাহরুখ খান। তিনি কলকাতাকে তার ‘সেকেন্ড হোম’ বলে মনে করেন। তিনি এই প্রসঙ্গে মনে করিয়ে দেন, এই ভাবে প্রচার করলে উদ্ধার কাজ থেকে মানুষের ‘ফোকাস’ সরে যায়। তিনি মিডিয়াকে এই প্রসঙ্গে সচেতন হওয়ার উপদেশ দেন।

Related posts