
কম্পিউটার ব্যবহারের সময় হঠাৎ খেয়াল করলেন মনিটর স্ক্রিনের কোনও কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছেন না। প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন নিশ্চিত। কিন্তু গবেষকরা বলছেন, এটি খুব একটা দুর্লভ নয়। সারা দুনিয়া জুড়ে ৭০ শতাংশ কম্পিউটার ব্যবহারকারীই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
চিকিৎসার পরিভাষায় এর নাম কম্পিউটার ভিশন সিনড্রোম। দৃষ্টি ঝাপসা হওয়ার পাশাপাশি চোখে দারুণ ব্যথাও হয়।
নাইজেরিয়া এবং বতসোয়ানার মিলিত এক গবেষকদল সারা বিশ্ব জুড়ে এই নতুন রোগ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, পেশাগত কারণে কম্পিউটারের সমানে একটানা সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন ব্যাঙ্ককর্মী, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, গ্রাফিক শিল্পী, শিক্ষক এবং বিমান পরিচালনা কর্মীরা।
তাদের মধ্যেই এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। কম্পিউটার থেকে নির্গত রশ্মির প্রভাবে চোখের স্নায়ু এবং পেশি ক্লান্ত হয়ে পড়ছে। ফলে দৃষ্টিবিভ্রম দেখা দিচ্ছে। আপাতত এর কোনও দাওয়াই খুঁজে বের করতে পারেননি চিকিৎসকরা। তবে তাঁদের প্রাথমিক পরামর্শ ২০-২০ পদ্ধতি। অর্থাৎ ২০ মিনিট একটানা কাজ করলে ২০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে বলছেন তাঁরা।