December 14, 2018

কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যাঃ ৬ জনের ফাঁসি!

ঢাকাঃ   সাভারের আশুলিয়ায় বেসরকারি কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যার ঘটনায় দায়ের মামলায় ১১ আসামির মধ্যে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দু’জনকে ৩ বছর এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই রায় দেন। ১১ আসামির মধ্যে ১০ জনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রায়ে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় দু’জনকে খালাস দেন আদালত।

এর আগে গত ২৫ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করা হয়।

গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখায় হানা দেয় ডাকাতদল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন।

জঙ্গি অর্থায়নে তহবিল গঠনের জন্য এ ডাকাতি বলে গ্রেফতারদের বরাত দিয়ে জানায় পুলিশ। মামলার ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন। তাদের সাতজনই নিষিদ্ধ সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই সাতজন ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ৩১ মে ২০১৬

Related posts