March 23, 2019

কবিতা: প্রিয় স্বাধীনতা

প্রিয়  স্বাধীনতা

আজিজুর রহমান

sssssssssss

মেঘনার শান্ত জলের

বোয়াল মাছের হাসির মতো

এসেছো তুমি প্রিয় স্বাধীনতা,

মাঝির ভাঙ্গা পাটাতনের উপর।

কুয়াশায় ভেজা বয়স্ক কাকের কালো

চোখে দেখা বিকালের মতো

এসেছো তুমি প্রিয় স্বাধীনতা,

কৃষকের হাতে লাঙ্গলের ফালের উপর।

বিকালের সোনালী আলোয় রং ফিরে

পাওয়া ধূসর গাঁদা ফুলের মতো,

এসেছো তুমি প্রিয় স্বাধীনতা

ভিখারিণীর চালার উপর

ঝুলিয়ে থাকা পাঁকা আমের উপর।

পদ্মার বুকে বয়ে চলা রূপালী ইলিশের মতো

এসেছো তুমি প্রিয় স্বাধীনতা,

আটষট্টি হাজার গ্রামে বয়ে চলা

নদীর শান্ত জলের মতো।

মোরা আজ সব এক হয়ে গেছি প্রিয় স্বাধীনতা,

এই বাংলায় আর আসিবে না কভু

অশুভ পরাধীনতা।

Related posts