March 24, 2019

কনসেপ্ট কার; নিজেই নিজের আকার পরিবর্তন সক্ষম!

কনসেপ্ট হাইব্রিড কার।

গাড়ির স্টিয়ারিং যেদিক ইচ্ছে সেদিকে ঘোরানো যাবে। আর পার্কিং করা যাবে যেকোনো জায়গায়। কেননা, এই গাড়িটি চারটি চাকাই ঘুরতে সক্ষম। এটি একটি কনসেপ্ট হাইব্রিড কার।

রোবোটিক ইনোভেশন সেন্টার ইও স্মার্ট কানেক্টিং কার ২ নামে একটি গাড়ি আবিষ্কার করেছে। যা আকারে খুবই ছোট। গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় ৬০ কিলোমিটার। গাড়িটিতে রয়েছে ৪x৪ কিলোওয়াট হুইল বাল্ব মোটরস এবং এর ইঞ্জিন বানানো হয়েছে ৫০০০এন ১ এক্স ফোল্ডিং টার্বো দ্বারা।

গাড়িটিতে অনেকগুলো সেন্সর রয়েছে। এতে হল ইফেক্ট স্ট্রিং পটেনশিওমিটার রয়েছে গাড়িটিতে। যা দিয়ে মোড় ঘুরতে এবং গাড়ির মাপ নিতে সাহায্য করে।

গাড়িটিতে কয়েকটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা দিয়ে ৩ডি ছবি ও ৬ টুএফ নিয়ারফিল্ড স্ক্যান করা যায়।

গাড়িটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে স্ট্রেট ড্রাইভিং, সাইড ড্রাইভিং, জায়গায় ঘুরে যাওয়া এবং সংকোচিত করার ব্যবস্থা রয়েছে গাড়িটিতে। সিটটিকে মন মতো পরিবর্তন করা যায়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts