April 22, 2019

কণ্ঠশিল্পী মিনার জোহানের নতুন অ্যালবাম

আয়েশ আক্তার রুবিঃ আজ ক্যাফে থার্টি থ্রিতে (নিউ বেইলী রোড) নবীন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মিনার জোহানের একক অডিও অ্যালবাম “জোহান” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার, বিশিষ্ট শিল্পপতি মাঈন উদ্দিন পরিচালক ষ্টার লাইন এবং বিশিষ্ট উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।খবর বাপসনিঊজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।

অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকগন।

Related posts