রুহুল আমীন রাজু,
বাংলাদেশ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসির মার্কসিটের মূল্য ২’শ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে । উক্ত বিদ্যালয় থেকে এ বছর উত্তীর্ন বহু শিক্ষার্থীরা জানায়, মার্কসিট বিতরনে জন প্রতি ২’শ টাকা করে আদায় করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিদ্যালয়ের কারণিক মোঃ হান্নানের সাথে কথা বললে তিনি জানান, প্রধান শিক্ষকের নির্দেশে খরচ বাবদ শিক্ষার্থী প্রতি ২’শ টাকা করে আদায় করা হচ্ছে । তিনি আরো জানান, বোর্ড কর্তৃপক্ষ নাকি প্রতি মার্কসিটের জন্য একটা খরচ দিতে হয় ।
উল্লেখ্য, এ বছর এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে উত্তীর্ন শিক্ষার্থীর সংখ্যা ৩’শ’র অধিক । আরো উল্লেখ্য, বিদ্যালয়টিতে এমন অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে । যা তদন্ত করলে বেরিয়ে আসবে ।
এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি । বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে জানালে তিনি বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে ।
দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি/ ১৪/০৭/২০১৬