November 16, 2018

কটিয়াদীতে জলবায়ু সহনীয় সল্প মেয়াদী উচ্চ ফলনশীল ধানের প্লট স্থাপন


কাইয়ুম হাসান কাইয়ূম,
কিশোরগগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী আচমিতা ইনিয়নের চাড়িপাড়া জলবায়ু সহনীয় সল্প মেয়াদী উচ্চ ফলনশীল পাঁচ জাতের ধানের প্লট স্থাপন পদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জুলাই, শনিবার সকালে চাড়িপাড়ায় কৃষক বদরুজ্জান বাবুর এক একর জমিতে উদ্ভাবিত বি আর ৬৬,৭০,৭১,৭২,৭৩ জাতের ধানের চাড়া রোপন কারার মাধ্যমে প্লট স্থাপন করা হয়।

মাত্র ১১০ দিন থেকে ১২৫ দিনের মধ্যে কৃষকরা আমনী ফসল ঘরে তুলে নতুন রবি ফসল বপন করে অধিক মুনাফা অর্জনই এর লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় কৃষক সহ ধান গবেষনা ইনষ্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মর্কতা ড. আব্দুর রহমান এবং উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মর্কতা ড়. মোজাম্মেল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts