মেহেদী হাসান উজ্জল
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের খলিলপুর গাছুয়া পাড়া গ্রামের মৃত আজিবর রহমানের পুত্র মোঃ আজবর গাছুয়া (৮৫) আর কত বছর বয়স হলে বয়স্ক ভাতা পাইম বাহে আক্ষেপ করে একথা বলেন। তার সাথে কথা বললে জানা যায়, সে দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজনদের দারে দারে অনেকের কাছেই বয়স্ক ভাতার জন্য অনেক অনুরোধ করলেও কেউ তার কথায় সাড়া না দিলে সে নিরুপায় হয়ে ভিক্ষা করে জীবন যাপন করছে। ব্যক্তিগত জীবনে তার ১টি মাত্র মেয়ে। মেয়ের বিবাহ দিয়েছেন। স্ত্রী ইন্তেকাল করেছেন। বর্তমানে দেখাশোনার কেউ নেই। এই বয়সে মানবতর জীবন যাপন করছে আজবর গাছুয়া।
তিনি বলেন এই বৃদ্ধ বয়সে দু’মুঠো ভাতের জন্য মানুষের দারে দারে চেয়ে যা পাই তা দিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করছি। শরীলের অবস্থাও ভালো না। সব সময় অসুখ বিসুখ লেগে আছে। ঔষুধ যে কিনে খাম সে টাকা কোটে পাইম বাহে। হামিদপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সদস্যের সাথে কথা বললে তিনি জানান, আমার ওয়ার্ডে ৩০টি বয়স্ক ভাতার কার্ড পাই। কিন্তু আমার ওয়ার্ডে ১০০টিরও বেশী বয়স্ক লোক আছে। কাকে দিব আর কাকে দিবনা। যারা বয়স্ক ভাতা থেকে বাদ পড়েছে তারা আগামীতে বরাদ্দ এলে তাদেরকে দেওয়া হবে।
দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ৭ মে ২০১৬