January 18, 2019

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিকে মুগ্ধ অভিষেক!

ডেস্ক রিপোর্টঃ  কান চলচ্চিত্র উৎসবে বেগুনি রং এর লিপস্টিক লাগানোয় সামাজিক গণমাধ্যমে হাস্যরসের বস্তুতে পরিণত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তার স্বামী অভিষেক বচ্চনের কাছে স্ত্রীর এই লিপস্টিকেও মুগ্ধ হয়েছেন।

ঐশ্বরিয়া কানের গালায় রামি কাদি-র ডিজাইন করা পোশাকের সঙ্গে মিলিয়ে বেগুনি লিপস্টিক পড়েন ঠোটে। আর সেটা নিয়ে হাস্যরস হতে থাকে বিশেষ করে টুইটারে। কেউ কেউ এই রংয়ের লিপস্টিককে এশিয়ান পেইন্টসের বিজ্ঞাপন বলে উল্লেখ করেন। তবে এই বিষয়ে ঐশ্বরিয়া রাই বলেন, আমার মনে হয় তাকে দারুণ লাগছিল, যেমনটা তাকে সবসময় লাগে।

ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/১৮ মে ২০১৬

Related posts