April 24, 2019

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা?

661
স্পোর্টস ডেস্কঃ  এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২ টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে!

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-ভারতের। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১ ও গাজী টিভি।

আজ ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায়ও বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বলেন, ‘এখন পর্যন্ত যা পূর্বাভাস তাতে সাড়ে সাতটার দিকে এক পশলা অথবা দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টিপাত শুরু হলে তা রাত ১২টা পর্যন্ত থাকতে পারে।’

তবে পূর্বাভাস দুপুরের দিকে বদলে যেতে পারে বলেও জানালেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা, ‘দুপুর বারোটার দিকে অনেকটা নিশ্চিত হওয়া যাবে বৃষ্টি হবে কী না।’

ম্যাচ প্রিভিউ পড়তে পাশের লিংকে ক্লিক করুন- রিহার্সাল শেষ, অপেক্ষা নাটকের।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts