March 22, 2019

এবার ‘সামাজিক সিমাবদ্ধতা’ ভাঙতে এলো ‘সেক্সহোলিক’!

এবার 'সামাজিক সিমাবদ্ধতা' ভাঙতে এলো 'সেক্সহোলিক'! 

এবার যৌনতার মাধ্যমে সামাজিক সিমাবদ্ধতা ভাঙতে নির্মিত হয়েছে সিনেমা `সেক্সহোলিক’। অনলাইনে তুমুল জনপ্রিয় এই ছবিটিতে এক নিমফোম্যানিয়াক চরিত্রে অভিনয় করেছেন সামা শিকান্দার৷ অনেকেই বলছেন, তার সেক্স অ্যাপিল নাকি এতটাই বেশি যে তিনি পুনম পাণ্ডেকেও প্রতিযোগিতায় ফেলে দিতে পারেন।

ছবির পরিচালক শৈলেন্দ্র সিংহের বক্তব্য, মাত্র তিরিশ মিনিটের এই ছবিটি যৌনতা দিয়ে ভাঙতে চাই সামাজিক সিমাবদ্ধতা।

যে সব মানুষের যৌনাকাঙ্খা অস্বাভাবিক বেশি তাদের নিমফোম্যানিয়াক বলা হয়৷ যৌনতা নিয়ে সামাজিক ছুৎমার্গের প্রতি এখানে আঙুল তুলেছেন পরিচালক। আর পর্দায় সেক্সহোলিক হতে তুমুল ভাবে পর্নো দেখেছেন সামা। পর্নো ছবি দেখেই নাকি নিজের হোমওয়ার্ক সেরেছেন।

নিজস্ব ইমেজ ভেঙে এমন একটা বিতর্কীত চরিত্রে অভিনয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি। সামা নিজেই এ তথ্য শেয়ার করেছেন।

 

Related posts