February 17, 2019

এবার সাপের আত্মহত্যা!

ঢাকাঃ  মানুষ যখন নিজেই নিজের মৃত্যু ঘটায়, তখন একে আত্মহত্যা বা সুইসাইড বলে। হতাশা বা মানসিক নানা সমস্যার কারণে অনেককে আত্মহত্যা করতে দেখা যায়। কিন্তু এই পৃথিবীতে মানুষ ছাড়া আর কি কোনও প্রাণী আছে, যারা নিজেই নিজের মৃত্যু ঘটাতে পারে?

মানুষ ছাড়াও যে অন্য কোন প্রাণী আত্মহত্যা করতে পারে, তা এবার প্রমাণিত হল। একটি সাপকে দেখা গেল নিজের শরীরে কামড় বসিয়ে বিষক্রিয়ায় মারা যেতে।বা.প্রতি.

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/১৬ মে ২০১৬

Related posts