March 26, 2019

এবার লন্ডন, বার্লিন ও রোমে হামলার হুমকি

05 Apr, 2016, ইইউ ডেস্কঃঃ পশ্চিমা বিশ্বে আরও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে ইসলামিক স্টেট। যার সম্ভাব্য লক্ষ্যস্থল হিসাবে লন্ডন, বার্লিন ও রোমের নাম উল্লেখ করেছে জঙ্গি গোষ্ঠীটি। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে এ হুমকি দিয়েছে আইএস।

ভিডিওটিতে ইংরেজি ভাষায় আইএস’র এক সদস্য বলেছেন, “গতকাল প্যারিসে হামলা চললে, আজ ব্রাসেলসে হামলা হলে, আগামীকাল তা কোথায় হবে আল্লাহই জানেন। এটি হতে পারে লন্ডনে, বার্লিনে কিংবা রোমে।”

মঙ্গলবার আইএস এর প্রকাশিত এ ভিডিওতে আগে চালানো হামলাগুলোর ফুটেজ দেখানো হয়।

গতবছর নভেম্বরে প্যারিসে হামলায় ১৩০ জন নিহতের ঘটনার দায় স্বীকার করে আইএস। আর মার্চে ব্রাসেলসে বোমা হামলা চালিয়ে ৩১ জনকে হত্যার দায়ও স্বীকার করেছে আইএস।

মঙ্গলবার প্রকাশিত ভিডিওটিতে লন্ডনের হাউজ অব কমন্স এবং রোমের কোলোসিয়ামও দেখিয়েছে আইএস।

Related posts