March 26, 2019

এবার মহাশূন্যে ফেসবুক!

ফেসবুকের মাধ্যমে গোটা বিশ্বকে এক সুতোয় বেঁধেছেন আগেই। এবার মহাশূন্যেও একই কাজ করতে চলেছেন মার্ক জুকারবার্গ।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে কর্মরত তিন মহাকাশচারী টিম কোপরা, জেফ উইলিয়ামস ও টিম পিকের সঙ্গে ফেসবুক ভি ডি ও চ্যাটের মাধ্যমে কথা বলবেন মার্ক।

আগামী ১ জুন নাসা–র ফেসবুকের পাতায় যে কেউ সেই কথোপকথন দেখতে পারবে। চলবে প্রশ্নোত্তর পর্বও। তাতে অংশ নিতে পারবেন যে কেউ। ফেসবুকের ওই পাতায় কেউ নিজের প্রশ্ন লিখে দিলে, তার হয়ে ওই প্রশ্নের উত্তর জেনে নেবেন মার্ক। নাসার এই ঘোষণায় ইতিমধ্যেই বেশ সাড়াও মিলেছে। বিভিন্ন দেশ থেকে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। যারমধ্যে সবথেকে প্রচলিত প্রশ্ন হলো, ঠিক কতদিন পর মহাকাশে খাবার পচতে শুরু করে!‌

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ২৯ মে ২০১৬

Related posts