April 22, 2019

এবার বাগদাদে আইএসের আত্মঘাতী হামলা: নিহত ৬৫

26 Mar, 2016, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণের একটি গ্রামে এক ফুটবল স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণে সুন্নি ও শিয়া মুসলমানদের শহর ইস্কান্দারিয়ায় এ হামলা চালায় এক কিশোর আত্মঘাতী।

চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

ব্রাসেলসে আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলার চারদিনের মাথায় এ ঘটনা ঘটল।

বাবেল প্রদেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফালাহ আল খাফাজি জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অপেশাদার ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, বিজয়ী দলের কাছে যখন ট্রফি বিতরণ করা হচ্ছিল তখন ওই কিশোর আত্মঘাতী হামলা চালায়। স্থানটি বাগদাদ মাত্র ২৫ কিমি দূরে।

ইরাকের উত্তর ও পশ্চিমের বেশ বড় একটি অংশ আইএস নিয়ন্ত্রণ করছে। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, স্টেডিয়ামে আইএসের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ ইরাকের হিল্লায় সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে বোমা হামলা চালিয়েছিল আইএস। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছিল।

সূত্র: ডেইলি মেইল

Related posts