December 11, 2018

এবার ক্যাটরিনাকে এড়িয়েও যাচ্ছেন বন্ধুরাও!

680
কিছুদিন আগেই অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। এরপর থেকেই আলাদা থাকছেন দুজন। এমনকি এড়িয়েও চলছেন একে অপরকে। এদিকে শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে ছাড়াছাড়ির পর কাছের বন্ধুরাও ছেড়ে যাচ্ছেন ক্যাটরিনাকে।

জানা গেছে, কিছুদিন আগেই ছিল প্রযোজক মোনমহন শেঠির মেয়ে আরথি শেঠির জন্মদিন। তিনি রণবীর এবং ক্যাটরিনা দুজনেরই খুবই কাছের বন্ধু। আরথির জন্মদিনের হাজির হয়েছিলেন রণবীর। কিন্তু দেখা মেলেনি ক্যাটরিনার। পরে জানা যায়, ক্যাটরিনাকে নাকি জন্মদিনে আমন্ত্রণই জানাননি আরথি। কারণ অন্যকিছু নয়, রণবীরের সঙ্গে ক্যাটের ছাড়াছাড়ি।

এর আগে গত ডিসেম্বরে হঠাৎ করেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ইতি টানেন রণবীর-ক্যাটরিনা। আগে একসঙ্গে থাকলেও এখন আলাদাই থাকছেন দুজন। এমনকি তাদের দুজনের অভিনীত জাগ্গা জাসুস সিনেমাটির শুটিংও মাঝপথে বদ্ধ হয়ে আছে।

Related posts