November 15, 2018

এনসিসির কাউন্সিলর পদে রিয়াদের প্রচারণা


রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জ:   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের এখনো তফসিল কিংবা সময় নির্ধারণ না হলেও ১৬নং ওয়ার্ডে এখন থেকেই আগাম গণসংযোগ শুরু করেছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রিয়াদ হোসেন। শুক্রবার দুপুরে তিনি স্থানীয় লোকজনদের উপস্থিতিতে এক নং বাবুরাইলে উঠান বৈঠক করে নিজের কাউন্সিলর প্রার্থীর ব্যাপারে মতামত ব্যক্ত করেন। ওই সময়ে তিনি এলাকাবাসীর কথা শুনেন এবং নির্বাচিত হতে পারলে ইভটিজিং ও মাদক নির্মূলে সক্রিয় থাকার ঘোষণা দেন। তিনি মরহুম মোজাফফর আলী কন্ট্রাকদারের নাতি। একই সঙ্গে তিনি আফতাব হোসেন শুক্কুরের ছেলে।

উঠান বৈঠকে এলাকাবাসীর মধ্যে মোস্তফা মিয়া, রহিম মিয়া, সাঈদ আহমেদ, সুজন মিয়া, মান্নান, শাহজাদা, রুবেল, রনি, গোলাম কাদির, নাদির মিয়া, আনোয়ার মিয়া, বাপ্পী, মাসুম, জিরন, জামাল ও খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/০৮ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts