April 24, 2019

এগিয়ে চলছে শৈলদাহ ব্রিজ র্নিমাণ এর কাজ

আবুসাইদ শেখ : দ্রুত গতিতে এগিয়ে চলছে শৈলদাহ বাজার এর ব্রিজ র্নিমান এর কাজ।স্থানীয় জনগনের অনেক দিনের দাবিতে  নির্মান করা হচ্ছে এই ব্রিজ।IMG_20170408_123936

স্থানীয় ইউপি চেয়ারম্যান  ও ইউপি সদস্যদের প্রচেষ্টা ও সরকারী সহযোগীতায় এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে।এই ব্রিজ নির্মানে সাধারন জনগনের যোগাযোগ ব্যবস্থা আরো ভাল হবে বলে আশাবাদী স্থানীয় লোকজন।

IMG_20170408_124001

Related posts