February 20, 2019

‘এখনও মনে হচ্ছে না যে বাবা হতে যাচ্ছি’

554
স্পোর্টস ডেস্কঃ   এশিয়া কাপে তার খেলা হবে না। এটা নিয়ে আক্ষেপ তো আছেই। তবে, এই মুহূর্তে স্ত্রীর পাশে থাকার চেয়ে বড় আর কোন কিছুই হতে পারে না। কারণ, বাবা হওয়ার অপেক্ষায় আছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শনিবারই ব্যংককের উদ্দেশ্যে যাত্রা করবেন এই তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ কিংবা ২৬ ফেব্রুয়ারি পৃথিবীর আলোয় আসতে পারেন তামিমের প্রথম সন্তান। এর ক’দিন বাদেই চলে আসবেন দেশে। শুরু করবেন বিশ্বকাপের প্রস্তুতি।

বাবা হওয়া মানেই নতুন এক ইনিংসের সূচনা। এর আগে কি একটু নার্ভাস তামিম? এমন এক প্রশ্নের জবাবে দেশের শীর্ষস্থানীয় এক ইংরেজি দৈনিককে বললেন, ‘না, নার্ভাস নই। আসলে আমি খুব এক্সাইটেড। সত্যি কথা বল, এখনও মনে হচ্ছে না যে বাবা হতে যাচ্ছি! বাবা হওয়ার অনুভূতি কি সেটা আমি জানি না। যদিও, আমার বন্ধুরা বলেছে এটা অসাধারণ এক অনুভূতি।’

সমর্থকদের কাছে দোয়াও চাইলেন তামিম, ‘আমারও মনে হয়, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হবে। সবার প্রতি আমার পরিবারের জন্য দোয়া করার অনুরোধ রইলো।’

আগ্রাবাদের মোহাম্মদ ইয়াছিন ও মমতাজ বেগমের ছোট মেয়ে আয়েশা সিদ্দিকার সাথে তামিম ইকবালের মন দেয়া-নেয়ার সূচনা স্কুল জীবনেই। ২০১৩ সালের ২২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি, আট বছরের সম্পর্কের পর।

তবে, এর মধ্যেও এশিয়া কাপে দলের অংশ হতে না পারার বেদনা আছেই। তামিম জানালেন এশিয়া কাপকে মিস করবেন তিনি। বললেন, ‘অবশ্যই এশিয়া কাপ আমি মিস করবো। এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের হয়ে খেলতে পারা বড় সম্মারে ব্যাপার। তাই সিদ্ধান্তটা নেয়া আমার জন্য কঠিন ছিল।’প্রিয়

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts