April 23, 2019

এক দিনের পুলিশপ্রধান সাত বছরের উইডমার!

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটি পুলিশের প্রধান হিসেবে শপথ নিয়েছে সাত বছর বয়সি বালক কার্টার উইডমার। তবে স্থায়ীভাবে তাকে নিয়োগ দেওয়া হয়নি। এক দিনের জন্য ডেট্রয়েট পুলিশের শীর্ষ পদ (চিফ ফর দ্য ডে) অলঙ্করণ করে সে।

বুধবার কার্টার উইডমারকে শপথবাক্য পাঠ করান ডেট্রয়েট পুলিশ বিভাগের প্রধান জেমস ক্রেইগ। দায়িত্ব নেওয়ার পর হেলিকপ্টারে করে সদর দফতরে যায় কার্টার। সেখানে সে পুলিশের ডগ স্কোয়াডের সঙ্গে কিছুক্ষণ সময় কাটায়।

পুলিশপ্রধানের দায়িত্ব নিয়ে একটা মহৎ কাজও করেছে কার্টার।বড় দিন উদযাপনে ডেট্রয়েট পুলিশের কে-৯ ইউনিটের জন্য ২৫০ ডলার অনুদান দেয় এ সাময়িক পুলিশপ্রধান।

পুলিশপ্রধান হয়ে তার অনুভূতি কী? কার্টার উইডমার বলে, ‘রিয়েলি কুল।’

উল্লেখ্য, ডেট্রয়েট পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট জন উইডমারের ছেলে কার্টার উইডমার। জন উইডমার বলেন, ‘কার্টারের হঠাৎ এ দায়িত্ব পাওয়া আমাদের জন্য চমক। এতে আমাদের পরিবারের সবাই খুব খুশি।

তথ্যসূত্র: এপি
দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts