April 19, 2019

একযুগেরও বেশি সময় পর মুক্তি পাচ্ছে ‘প্রাক্তন’

একযুগেরও বেশি সময় পর মুক্তি পাচ্ছে টালিগঞ্জের একসময়ের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা প্রাক্তন’। সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি।

‘বেলাশেষে’র সাফল্যের পর নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘প্রাক্তন’-এর কাজ শুরু করেন ২০১৫ সালের শেষ দিকে। তাদের এবারের তুরুপের তাস হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত; শেষবারের যাদের একসঙ্গে দেখা গেছে ২০০২ সালে মুক্তি পাওয়া ‘প্রতিহিংসা’য়।

বছরের ‘বহুল প্রতিক্ষীত’ ছবির তালিকায় সগর্বে স্থান করে নেয়া সিনেমাটির পোস্টার, টিজারেও ছিল চমক ও নতুনত্বের আভাস। এবার ট্রেইলারে মিলল প্রসেনজিৎ-ঋতুপর্ণার পুরনো রসায়নের প্রতিশ্রুতি। সিনেমাতে তারা অভিনয় করেছেন সম্পর্ক ভেঙে যাওয়া ‘প্রাক্তন’ দুই প্রেমিক-প্রেমিকার চরিত্রে।

আর নেপথ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠ্যাৎ দেখা’ কবিতা আবৃত্তি, ট্রেইলারে যোগ করেছে এক বাড়তি আবেদন। আর সেই কবিতার সুর ধরেই সিনেমার পাত্র-পাত্রীরা যেন ভেসে চলেন স্মৃতির ভেলায়।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি শুধু উপরি হিসেবেই শেষ হয় না, সাবিত্রি চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ও করেছেন তিনি।

আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। এছাড়াও আছেন বিশ্বনাথ বসু ও মানালি দে।

সিনেমাটির ‘কলকাতা’ নামের একটি গানও প্রকাশিত হয়েছে ইউটিউবে, যার কথা ও সুর অনুপম রায়ের। সিনেমাটি মুক্তি পাবে ২৭ মে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৮ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts