February 16, 2019

এই কি! নতুন করে আবার কাকে ঘরে নিয়ে যাচ্ছেন সানি লিওন?

এই কি! নতুন করে আবার কাকে ঘরে নিয়ে যাচ্ছেন সানি লিওন?

বিনোদন ডেস্ক : বিতর্কীত জগত ছেড়ে এসে বলিউডে থিতু গেড়েছেন সানি লিওন। এখানে তার কেরিয়ারও উর্ধ্বমুখী। সব বিতর্ককে পিছনে ফেলে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করেই। একের পর এক ছবি করেও যাচ্ছেন।

এই তো কদিন আগেই তিনি শুটিং করলেন বলিউড বাদশা শাহরুখ খানের সাথে। হোক না আইটেম গানে, তাতে কি? শাহরুখ বলে কথা! আর এতেই বুঝা যাচ্ছে সানি লিওনের ফিল্মি কেরিয়ার যে চড়াইয়ের দিকে যাচ্ছে। তাই বলে সানি লিওন নতুন করে…কি?

আরে না মহাশয়। তেমন কিছু না। সানি লিওনের পশুপ্রেমের কথা এখন আর কারও অজানা নয়। সানি একাধিকবার পশুদের স্বার্থে গলা তুলেছেন, দাঁড়িয়েছেন বিভিন্ন আন্দোলনের পাশে।

সম্প্রতি বিদেশ থেকে কুকুর আমদানি নিষিদ্ধ করেছে ভারত। সে প্রসঙ্গেই সানির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। সানি বলেছেন, ‘কী প্রয়োজন বিদেশ থেকে কুকুর আনার? রাস্তায় কত কুকুর স্রেফ খেতে না-পেয়ে মারা যায়। আমি তাদেরই বুকে জড়িয়ে বাড়ি নিয়ে যেতে চাই। সকলকেও তা-ই বলব।’

Related posts