March 24, 2019

উভচর মোটরসাইকেল, মহাসড়কে আবার জলপথেও!

13

উচ্চগতির মোটরসাইকেল, চলে জল-স্থল উভয় পথেই! উভচর এ যানের কথা বললে হয়তো ভাববেন বৈজ্ঞানিক কল্পকাহিনী। কিংবা জেমস বন্ডের সিনেমার দৃশ্য। কিন্তু কল্পকাহিনী নয়, সিনেমার দৃশ্যও নয়, বিষয়টিকে বাস্তব রূপই দিয়েছে গিবস স্পোর্টস। প্রতিষ্ঠানটি এমনটি একটি মোটরসাইকেল নির্মাণ করেছে, যা মহাসড়কে চলে আবার জলপথেও চলে!
14
উভচর এ মোটরসাইকেল তৈরি করেছেন নিউজিল্যান্ডের নকশাকার ও নির্মাতা অ্যালান গিবস। এতে রয়েছে ৫৫ অশ্বশক্তির যমজ সিলিন্ডারের পেট্রলচালিত ইঞ্জিন। জলপথে চলতে পারে ৬০ কিলোমিটার গতিতে, আর সড়কপথে ১২৯ কিলোমিটার। এক বোতামের চাপেই মাত্র পাঁচ সেকেন্ডে এটি সড়ক বা জলপথে চলার উপযোগী হয়ে ওঠে।
12
মোটরসাইকেলটির ওজন ২২৮ কেজি। লম্বায় ২৩৫০ মিলিমিটার, প্রস্থে ৯৫০ মিলিমিটার। কিউয়ি উদ্যোক্তা গিবস কয়েক বছর চেষ্টা করে এ উভচর যানটি তৈরি করেছেন। এখনো এর দাম নির্ধারণ করা হয়নি।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts