November 18, 2018

উন্মুক্ত হলো এইচটিসি ইউ১১

fপ্রযুক্তি ডেস্ক::অনেক টিজার প্রকাশের পর উন্মুক্ত হলো এইচটিসি’র ইউনিক ফ্ল্যাগশিপ ফোন ইউ১১। স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবে আছে এজ সেন্স ফিচার। আর ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪৯ ডলার।

অ্যান্ড্রয়েড ন্যুগাট চালিত এই ফোনে ফিচারে আছে ৫.৫ ইঞ্ছি ডিস্প্লে। ফোনটির দুটি সংস্করণ রয়েছে। একটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের এবং আরেকটি সংস্করণ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

ফোনটিতে কোয়ালকমের সর্বশেষ চিপসেট স্ন্যাপড্রাগন এসওসি রয়েছে। আর ফোনের ‘এজ সেন্স’ বিশেষ ফিচারে সহজেই ক্যামেরা চালু করা, টেক্সট মেসেজ পাঠানো, প্রিয় অ্যাপ বা গেম চালু করা যাবে।

৩ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনে স্ট্যান্ডবাই টকটাইম ২৪.৫ ঘণ্টা এবং স্ট্যান্ডবাই টাইম ১৪ দিন। ফোনে ৩.০ কুইক চার্জ প্রযুক্তি ছাড়াও এক্সট্রিম পাওয়ার সেভিং মোড রয়েছে। এই ফোনের টাচস্ক্রিনে হাতে গ্লাভস পড়া অবস্থায়ও কাজ করা যাবে

Related posts