November 14, 2018

উন্মুক্ত হলো আকর্ষণীয় হুয়াওয়ে ওয়াই৭ প্রাইম

aপ্রযুক্তি ডেস্ক::

হুয়াওয়ে ওয়াই৭ প্রাইম হংকংয়ে উন্মুক্ত হয়েছে। অনলাইন স্টোর ভিমলে নতুন এ ফোন তালিকাভূক্ত আছে। ফোনটির দাম ধরা হয়েছে ২৪২ মার্কিন ডলার।

হুয়াওয়ে ওয়াই৭ স্মার্টফোনে ১২৮০*৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি আইপিএস ইন-সেল ডিসপ্লে আছে। ফোনটির ওজন ১৬৫ গ্রাম।

রূপালি রঙের স্মার্টফোনটি ইএম ইউজার ইন্টারফেস ভিত্তিক অ্যান্ড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেমে চলে। ফোনটি কোয়ালকম এমএসএম৮৯৪০ স্ন্যাপড্রাগন ৪৩৫ অক্টা-কোর প্রসেসরে চলে। প্রসেসরটি ১.৪ গিগাহার্টজ ক্লকড। এতে ৩জিবি র‌্যাম এবং ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ আছে। তবে এটিতে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

হুয়াওয়ে ওয়াই৭ প্রাইমে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Related posts