November 15, 2018

ঈদে আসছে ‘ভাইজান’ জুটির নয়া ধামাক্কা!

ঈদে আসছে ‘ভাইজান’ জুটির নয়া ধামাক্কা!

বিনোদন ডেস্ক : পরিচালক কবীর খান এবং সালমান খানের থার্ড ইনস্টলমেন্ট। আবার বড় পর্দায় ফিরছে ভাইজান জুটি। কিছুদিন ধরেই বলিউড পাড়ায় কানাঘুষা শোনা যাচ্ছে ‘বাজরাঙ্গি ভাইজান’-র পর আবার একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন বলিউডের ব্যাচেলর খান সালমান এবং কবীর খান। তবে এই গুঞ্জনে জল ঢেলে দিলেন পরিচালক নিজেই। সম্প্রতি কবীরের ট্যুইট, “ ইয়েস! আমারা আবার আসছি…২০১৭ এর ঈদে”।

২০১৪ সালের ঈদে বক্স-অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছিল এই জুটি। আট থেকে আশি সবার মন কেড়ে নিয়েছিল ‘বাজরাঙ্গি ভাইজান’। শুধু দেশে নয়, দেশের বাইরেও চলেছিল ভাইজানের জাদু। সেই সালমান খান আর কবির খান জুটি আবার আসছে বড় ধরণের ধামাক্কা নিয়ে।

ছবির নাম, নায়িকাকে সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ‘এক থা টাইগার’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মতো ‘ভাইজান’ জুটির তৃতীয় কিস্তি যে বাজি মারবে তা বলার অপেক্ষা রাখে না।

Related posts