January 21, 2019

ঈদের দিনটা সালমানের সঙ্গে কাটাবেন শাহরুখ

srk

একসময়ে দুই তারকার অহিনকুল সম্পর্ক যে এখন খুবই মাখো মাখো, সে বিষয় আর সন্দেহ নেই। তাই বিশেষ এই দিনটি বলিউডের বাদশা কাটাতে চান বলিউডের সুলতানের সঙ্গে। তবে তিনি কীভাবে কাটাবেন, সে বিষয় আর কিছু বলেননি। এই সন্ধ্যায় শাহরুখ তাঁর এক অনুরাগীকে জানান, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ পরিচালিত ‘জগগা জাসুস’ ছবিটি তিনি তাঁর পুত্র আব্রামকে দেখাতে নিয়ে যাবেন। অনুরাগ বসু পরিচালিত ছবিটি আগামী ১৪ জুলাই মুক্তি পাবে। এ ছাড়া তাঁর অনুরাগীদের আরও নানান প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেন কিং খান।

Related posts