February 18, 2019

ইসরায়েলের কোন ষড়যন্ত্র বাংলাদেশে চলতে দেয়া যাবে নাঃ ইসলামী ঐক্যজোট

ঢাকাঃ  ‘ইসলাম বিনাশী’ শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল, ধর্ম অবমাননা রোধে সংসদে আইন পাস, মোসাদের অপতৎপরতা বন্ধের দাবিতে সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট। এসময় মোসাদ তথা ইসরায়েলের অপতৎপরতা রুখে দিতে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকররম উত্তর গেটে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত নেতারা এ কথা বলেন।

দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, ‘১৯৪৮ সালে মোসাদের জন্মই হয়েছে বিশ্বকে ইসলামশূন্য করার জন্য। ইরাকে তারা আগুন জ্বালিয়েছে, ইয়েমেনে ও সিরিয়ায় যুদ্ধ বাঁধিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।’

আবদুল লতিফ নেজামী বলেন, ‘ফিলিস্তিনের মুসলমানদের উপর নৃশংস হত্যাযজ্ঞ ও বর্বরতা চালাচ্ছে। কোরআনের ভাষায় তারা মুসলমানদের নিকৃষ্টতম শত্রু মোসাদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ইসরায়েলের কোন ষড়যন্ত্র বাংলাদেশে চলতে দেয়া যাবে না।’

দলটির মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘ইসলাম ও বিশ্বমুসলিম নির্মূলকামী অন্যতম প্রধান এবং চির শত্রু হচ্ছে অভিশপ্ত ইসরায়েল। এই ইসরায়েল চক্রের প্রধান কুশীলব হচ্ছে মোসাদ। এই শত্রুশক্তি যেমন মহানবীর (সা.) যুগে ছিল, তেমনি তার পূর্বেও ছিল। এখনও আছে। সে শত্রুপক্ষটি বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা,অখণ্ডতা, উন্নয়ন ও শৃঙ্খলার বিরুদ্ধে চক্রান্ত করছে। তারা নির্মূল করতে চায় ইসলাম ও ইসলামপন্থিদের। ইসলামী শক্তির বিভক্তি ও বিধ্বংসে এবং ইসলাম বিরোধী যুদ্ধে তারা সর্বজাতের কাফের, মুশরিক, ফাসেক ও নাস্তিক-মুরতাদদের সাথে কোয়ালিশনও গড়ে তুলেছে। এই অপশক্তির অপতৎপরতা বন্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রণীত শিক্ষানীতি ও শিক্ষা আইন বাস্তবায়ন হলে জাহিলিয়্যাত নেমে আসবে। নুরুল ইসলাম নাহিদ গংরা দেশের আগামী প্রজন্মের ঈমান হরণের অপচেষ্টা চালাচ্ছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশিষ্ট সকলকে অপসারণ করতে হবে এবং অবিলম্বে এই আইন ও নীতিমালা বাতিল করতে হবে।’

ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যুবায়ের আহমদ, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন ও সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/১৯ মে ২০১৬

Related posts