November 19, 2018

‘ইরান ও সৌদি পাকিস্তানের উদ্যোগকে স্বাগত জানাল ’

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার চলমান টানাপড়েন নিরসনে ইসলামাবাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তেহরান এবং রিয়াদ। তার এ উদ্যোগ সফল হবে বলে তিনি আশা করেছেন।
নওয়াজ শরীফ বলেন, “উত্তেজনা কমাতে দু দেশের নেতারাই পাকিস্তানের উদ্যোগের প্রতি সমর্থন দিয়েছেন। আমি তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি এবং তাতে গভীরভাবে অনুপ্রাণিত।”

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি ও প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকানের সঙ্গে তেহরানে বৈঠকের পর সফরসঙ্গী সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। নওয়াজ শরীফ জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে ইরান ও পাকিস্তান গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে বিষয়টি নিয়ে তৎপরতা চালানোর দায়িত্ব দেবেন। তারা পূর্ণ সময় এ বিষয়ে কাজ করবেন। এ ইস্যুতে সৌদি আরবকে একজন ব্যক্তির নাম দেয়ার জন্য তিনি অনুরোধ করবেন বলেও জানান পাক প্রধানমন্ত্রী।

এ সফরে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আলাদাভাবে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ও প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকানের বৈঠক করেন।

Related posts