March 22, 2019

ইবিতে জঙ্গি-বিরোধী র‌্যালি সোমবার

শাহরিয়ার কবীর
ইবি প্রতিনিধিঃ
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা সহ সারাদেশে জঙ্গি অপতৎপরতার প্রতিবাদ ও জনসচেতসতা বৃদ্ধির লক্ষে আগামী সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সুত্রে প্রাপ্ত প্রেসবার্তায়-এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবার্তায় উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষাথীদের অংশগ্রহনে একটি প্রতিবাদ র‌্যালি বের হবে। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হবে।

Related posts