November 20, 2018

ইন্দোনেশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৩

ইন্দোনেশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ সেনাসদস্য নিহত হয়েছে। জঙ্গিবিরোধী এক অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাৎক্ষনিক খবরে জানা গেছে।

রোববার দেশটির পোসো জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা জাকার্তা পোষ্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ সুলাওয়েসি ও মধ্য সুলাওয়েসি প্রদেশের দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল বলেন, ওয়াতোতু গ্রাম থেকে ক্রুসহ ১৩ সেনা সদস্যকে বহনকারী বেল ৪১২-ইপি হেলিকপ্টারটি উড্ডয়নের ৩৫ মিনিট পর পোসো জেলায় বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, উদ্ধারকারী কর্মকর্তারা কাসিগোনচু গ্রামে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ জ্বলতে দেখেছেন। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছেন। এছাড়া ওই এলাকায় নিখোঁজ অন্য সেনা সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

Related posts