November 18, 2018

ইনুকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন


জুবায়ের হোসেন,
নাটোর প্রতিনিধিঃ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকি ও গুপ্তহত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাসদ।

বৃহস্পতিবার দুপুরে দলের নেতা-কর্মীরা শহরের কানাইখালী ষ্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।

এ সময়ে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ডি এম আলম, সাংগঠনিক সম্পাদক তফিজুল ইসলাম এবং জাসদ ছাত্রলীগ সভাপতি মিঠুন নন্দী প্রমুখ।

উল্লেখ্য, জাসদ কার্যালয়ে ১২ জুন কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক
ইনুকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ১৬ মে ২০১৬

Related posts