September 20, 2018

এক শহরেই দুই মহাদেশঃ ইউরেশিয়া ( ভিডিও)

 

 

Bosphorus strait between the Sea of Marmara and the Black Sea

ভ্রমন টিম, গ্লোবাল নিউজঃ  ইউরোপ ও এশিয়ার যৌথ নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউরেশিয়া। এ ইউরেশিয়ার কথা মনে করলে মনে পড়ে যায় ইস্তাম্বুলের কথা। হাঁ পাঠক তুরস্কের ইস্তাম্বুল শহরটি  আশ্চর্যজনক ভাবে দুই মহাদেশেই অবস্থিত।

এক শহর কিন্তু দুই মহাদেশ অর্থাৎ এক শহরেই দুই মহাদেশের অবস্থান।

ইউরোপ ও এশিয়ার সীমান্ত এ শহরে অবস্থিত। এ শহরের একটি অংশ ইউরোপে আর আরেকটি অংশ এশিয়ায়। ইউরোপ ও এশিয়ার সীমান্ত চিহ্নিত হয়েছে এ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বসপরাস প্রনালী। আর বসপরাস প্রনালী বয়ে গিয়েছে মার্মারা সাগর কালো সাগরের মাঝ দিয়ে। 

বসপরাস প্রনালীর এক পাশে এশিয়া আর অন্যপাশে ইউরোপ। উপরের ক্যাপশনের ছবিতে বসপরাস প্রনালীর এক পাশ ইউরোপের অংশ থেকে দূরে অন্য পাশের এশিয়ার অংশ দেখা যাচ্ছে।

আজ আমরা এসেছি ইস্তাম্বুলের এশিয়ার অংশে। ভিডিও তে দেখে নিন ইউরেশিয়ার এশিয়ান অংশ ( ভিডিও)

 

Related posts