March 19, 2019

আ.লীগের সেক্রেটারীর বহিষ্কারের দাবিতে মিছিল

241

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ   নারায়নগঞ্জে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ থেকে শাহজাহান ভুইয়াকে বহিষ্কারের দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকার আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মঠেরঘাট,সরকারপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মিছিলে নেতৃত্ব দেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেল। মিছিলে অংশ গ্রহন করেন, ছাত্রলীগ নেতা ফয়সাল আলম সিকদার, রাতুল আহাম্মেদ খোকন, শেখ ফরিদ মাসুম,  সাইফুল ইসলাম তুহিন, সাদিকুল ইসলাম সজীব, সৈয়দ সুমন, সাইফুল ইসলাম শামীম, আতিকুর রহমান, জনি, প্রমুখ। পরে উপজেলা পরিষদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, তিনি সব সময় আখের গোছানোয় ব্যস্ত থাকেন। দলের বাহিরে বহিরাগতদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে থাকেন তিনি। সাংগঠনিক কার্যক্রমে তিনি নেই বল্লেই চলে। দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ থেকে শাহজাহান ভুইয়াকে বহিষ্কার করে যোগ্য কোন নেতাকে এ পদে দেয়ার দাবি জানান তারা।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts