February 18, 2019

আ.লীগের মন্ত্রী-এমপিদের অভ্যর্থনা জ্ঞাপন

132
হাকিকুল ইসলাম খোকন,বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় সংসদের আইনবিচার ও সংসদ বিষয়ক কমিটির সভাপতি সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত,এমপি,ডা. ইনামুর রহমান,এমপি,কাজি ফিরোজ রশিদ,এমপিএবং সাবের হোসেন চৌধুরী,এমপিকে গত ৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ৮টায় এমিরাত এয়ারযোগে নিউইয়র্কের জেএফকে আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌছলে তাদের স্বাদর অভ্যার্থনা জ্ঞাপন করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন

মোমেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা রমশ নাথ,সাংগঠনিক সম্পাদক আবদুর রহীম বাদশা,চনদন দতত,নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম আতিক,আওয়ামী লীগ নেতা হিরু ভুইয়া,বদরুল হোসন খান, শাহাদত হোসেনস,আবদুস সহিদ দুধু,মনির,যুক্তরাষ্ট্র যুবলীগর সাধারণ সম্পাদক  ফরিদ

আলম , নিউইয়র্ক ষ্টেট যুবলীগর সাধারণ সম্পাদক সেবুল মিয়া,  যুক্তরাষ্ট্র আওয়ামী সেচছাশেবক লীগ শাখার  সাধারণ সম্পাদক সুবল দেবনাথ,সহ সভাপতি দুরুদ মিয়া রুনেল, প্রমুখসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, ব্রুকলীন বুরে‌যা ।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts