February 21, 2019

আসমা কিবরিয়ার স্মরণ সভা শুক্রবার

8cde5814-5db7-47fd-9372-6eb9cc87a030

শাহাবুদ্দিন শুভ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী প্রয়াত চিত্র শিল্পি আসমা কিবরিয়ার স্বরণ আগামী কাল ৮ জানুয়ারী ২০১৬ ইং, শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কিবরিয়া পরিবারের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্মরণ সভায় সভাপতিত্ব করবেন প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান। অনুষ্ঠানে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকংখিদের উপস্থিতি থাকার জন্য ড. অনুরোধ জানিয়েছেন আসমা কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া।

উল্লেখ্য, আসমা কিবরিয়া চিকিৎসাধীন অবস্থায় আজ ৯ নভেম্বর ২০১৫ সোমবার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আসমা কিবরিয়ার জন্ম ১৯৩৭ সালে। তিনি বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সহধর্মিনী ছিলেন। ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ এবং মেয়ে নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান। স্বামী শাহ এ এম এস কিবরিয়ার কবরের পাশে দাফন করা হয় বরণ্যে এই শিল্পিকে।

Related posts