February 23, 2019

আসছে ড. জাকির নায়েকের ইসলামী স্মার্টফোন, এতে যা থাকবে

জাকির নায়েকে

ইসলামী অ্যাপ্লিকেশন এবং কন্টেন্ট সমৃদ্ধ “পিস মোবাইল -২” নামে নতুন ইসলামী স্মার্টফোন শীঘ্রই বাজারে আসছে। ড. জাকির নায়েক ইসলামী অ্যাপ্লিকেশন এবং কন্টেন্ট সমৃদ্ধ ” পিস মোবাইল -২”  নামে নতুন ইসলামী স্মার্টফোন তৈরির পদক্ষেপ গ্রহণ করেছেন। ইকনার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। পিস মোবাইল সর্ব প্রথম ২০১৪ সালে বাজারে এসেছে এবং বর্তমানে নতুন আঙ্গিকে মোবাইল পিস-২ নামে নতুন ইসলামী স্মার্টফোন বাজারে আসছে। এই মোবাইল ৫০টিরও অধিক ইসলামী অ্যাপ্লিকেশন এবং ২০০টি ইসলামী রিংটোন ও স্তবগান। ইংরেজি, হিন্দি, উর্দু ও বাংলা ভাষায় ‘মোবাইল পিস-২’ মোবাইলটি সমৃদ্ধ করা হয়েছে এবং মুসলমানদের জন্য উপযুক্ত একটি মোবাইল। এছাড়াও জাকির নায়েকের ৮০ ঘণ্টা বক্তৃতাও রয়েছে। শান্তির ধর্ম হিসেবে ইসলামকে পরিচয় করানোর উদ্দেশ্যে মোবাইল পিস-২ বাজারে আসছে।

Related posts