December 14, 2018

আশুলিয়া বেতন ভাতার দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জাহিদ হাসান, সাভারঃ সাভারে আশুলিয়ার মোজারমিল এলাকায় বকেয়া বেতন ও বোনাস পরিশোধসহ শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় মহাসড়কটিতে প্রায় আধা ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। প্রায় আধা ঘন্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

বুধবার সকালে আশুলিয়ার মোজারমিল এলাকায় বকেয়া বেতন-বোনাস ও ছাঁটাই বন্ধের দাবীতে কারখানার সামনে অবস্থান নেয় কুশিয়ারা কম্পোজীট নীট ইন্ডাষ্ট্রিজের গার্মেন্টস সেকশনের লেঅফে থাকা প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন বোনাসের বিষয়ে কোন সাড়া না দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আগামী সাত সেপ্টেম্বর বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়।

এদিকে কারখানা বন্ধ হয়ে যাবে এমন গুজবে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠলেও শ্রমিকদের নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপক একেএম ফজলুল হক।

Related posts