February 21, 2019

আলোচনা থেকে সরে যাচ্ছে ভারত, অভিযোগ পাক প্রেসিডেন্টের

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  পাঠানকোট সন্ত্রাসী হামলার বিষয়ে যৌথ তদন্তের প্রস্তাব সত্ত্বেও ইসলামাবাদের সঙ্গে আলোচনার পথ থেকে ভারত সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসাইন। বুধবার দেশটির সংসদের অধিবেশনে এ অভিযোগ করেন তিনি।

কাশ্মির ইস্যুর কথা উল্লেখ করে মামনুন বলেন, “এটা একটি অসমাপ্ত ও অমীমাংসিত ইস্যু। আঞ্চলিক উত্তেজনার কারণেই এ সমস্যা সমাধান হচ্ছে না।”

সংসদে যৌথ অধিবেশনের ভাষণে মামনুন বলেন, “পাকিস্তান আলোচনার জন্য বারবার চেষ্টা করলেও ভারত তাতে সায় দেয়নি। ইসলামাবাদ পাঠানকোট হামলার যৌথ তদন্তের কথা বললেও নয়া দিল্লি তাতে সায় দিচ্ছে না। তাই পাকিস্তান উদ্বিগ্ন বলে জানান তিনি।”

তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করছি উভয় দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ কাশ্মির। কাশ্মিরের জনগণের ইচ্ছা ও জাতিসংঘের প্রস্তাব ছাড়া এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।”

মামনুন বলেন, “পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তারা।” টাইমস অব ইন্ডিয়া।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ১ জুন ২০১৬

Related posts