March 20, 2019

আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক গলিতে মেসির বিয়ে?

Captureস্পোর্টস ডেস্ক::

প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করছেন আর্জেন্টাইন সুপাস্টার লিওনেল মেসি। আগামীকাল ৩০ জুন  আর্জেন্টিনার রোজারিও শহরে আনুষ্ঠানিকভাবে মহা ধুমধামে বিয়ে অনুষ্ঠিত হবে।

প্রিয় সন্তানের বিয়ে উপলক্ষে রোজারিওতে অনেক আগে থেকেই উন্মাদনা শুরু হয়ে গেছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রোজারিওকে। শহরের সিটি সেন্টার ক্যাসিনো হোটেল কমপ্লেক্সে বিয়ে অনুষ্ঠিত হবে।

তবে আশ্চর্যের বিষয় হচ্ছে- যেখানে বিয়ের আসর বসছে তা আর্জেন্টিনার সবচেয়ে ভয়ানক গলি, যে গলিতে কুখ্যাত মাদক পাচারকারী গ্যাং ‘লস মোনোস’র ডেরা, তার থেকে ঢিলছোড়া দূরত্বেই বসছে এই বিয়ের আসর।

মেসি চাইলেই পারতেন বিশ্বের সবচেয়ে দামি শহরের নামি হোটেলে বিয়ের আসর বসাতে। কিন্তু সব জেনেবুঝেও কেন এমন ভয়ানক জায়গায় কেন বিয়ে করেছেন কে জানে। তার কোনো নির্দিষ্ট কারণও মেসি বলেননি। তবে, রোজারিও শহরেই শৈশবে সাক্ষাৎ মেসি ও রোকুজ্জোর। এখানে প্রথম দেখা হয়েছিল দু’জনের।

Related posts