বাপ্পীর আইনজীবী ওমর ফারুক বলেন, “আগামী ১২ জানুয়ারি ২০১৭ তে আদালত শুনানির দিন নির্ধারণ করেছেন। এর আগ পর্যন্ত ছবিটির প্রচারণা ও মুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত”।
এ ব্যাপারে জানতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস এর পরিচালক তামজীদ উল আলম শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, “আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে যাব। তবে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো কিছু আমরা এখনো হাতে পাইনি। আগামী ডিসেম্বরেই আমরা চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেছি”।
ছবিটির পরিচালক আছেন ভারতে। ফিরে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রযোজনা প্রতিষ্ঠান। দু-এক দিনের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
বাপ্পী বলেন, “আমি যখন “আমি তোমার হতে চাই” ছবিটির চুক্তি করি, কথা ছিল আমার ডাবিং আমি করব। সেটা না করে আমার কাজটি আরেকজনকে দিয়ে করানো হয়েছে। পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই চুক্তিভঙ্গ করেছেন, যা একজন শিল্পী হিসেবে মেনে নিতে পারিনি। এ কারণেই আইনের আশ্রয় নিয়েছি”।