November 21, 2018

‘আমাকে নিয়ে যা খুশি লিখেন কিন্তু মাকে নিয়ে কেন’

Captureবিনোদন ডেস্ক ::অভিনেতা নিলয় ও অভিনেত্রী শখের বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার ঝড় উঠেছে মিডিয়া পাড়া। নিলয় আর শখ এখন একসঙ্গে থাকছেন না। এটা সত্য তবে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে কি না তা নিয়ে রয়েছে সংশয়। যদিও তারা দুজন আলাদা থাকছেন।

এর মধ্যেই গতকাল একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয় শখ এবং নিলয়ের সম্পর্কের ব্যাপারে। কিন্তু নিউজটিতে নিলয়ের মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে নিলয় অভিযোগ করেন। আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন নিলয় আলমগীর। ফেসবুকে দিয়েছেন স্ট্যাটাস।

Related posts