February 22, 2019

আবার ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করল আইএস !

ইরাকে আরো একটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে ইসলামিক স্টেট (আইএস)। দেশটির মসুল শহরে ১ হাজার ৪০০ বছরের পুরানো খ্রিস্টানদের মঠ সেন্ট এলিজাহ ধ্বংসের কিছু ছবি কৃত্রিম উপগ্রহ থেকে ধারণ করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, বার্তা সংস্থা এপির প্রকাশিত ওই ছবিগুলো দেখে বোঝা যায়, এগুলো ২০১৪ সালে মসুল দখল করার পরই ধ্বংস করেছে আইএস।

ইরাকের এক খ্রিস্টান ধর্মযাজক জানিয়েছেন, দেশটিতে খ্রিস্টানদের ইতিহাস বর্বরভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে। ফাদার পল থাবিট হাবিব নামের ওই যাজক বলেন, ‘আমরা মনে করি, এটা ইরাক থেকে আমাদের তাড়িয়ে দেয়ার চেষ্টা। ইরাকের ভূখণ্ডে আমাদের অস্তিত্ব নাশ করার চেষ্টা।

এর আগেও দেশটিতে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে আইএস। এর মধ্যে নিমরুদের মূর্তি, হাতরা এবং সিরিয়ার ঐতিহাসিক পালমিরা উল্লেখযোগ্য।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts