November 20, 2018

আবারো নাটক অস্ট্রেলিয়ার!

বাংলাদেশ বনাম অস্ট্রলিয়া

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও তারা ওই দিন সম্ভবত আসছেনা। বিষয়টি জানানো হয়েছে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা।

যদিও এর আগে বাংলাদেশ সরকার, ফিফা ও এএফসির কয়েকদফা আলোচনার পর ১৭ নভেম্বর ম্যাচের দিন নির্ধারণ করে সকারুসরা।

বাংলাদেশ সফর নিয়ে ফুটবল ফেডারশন অব অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার সকারুসরা অস্ট্রেলিয়া থেকে যাত্রা করে রোববার সিঙ্গাপুর পৌঁছে সেখানে অনুশীলন করবে। সোমবার (খেলার আগের দিন) বাংলাদেশে এসে মঙ্গলবার ম্যাচ খেলে ওই দিনই ঢাকা ছাড়বে তারা।

শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পদক আবু নাইম সোহাগের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে তিনি জানান, অস্ট্রেলিয়ান ফুটবল দলের বাংলাদেশ সফর পরিবর্তন সংক্রান্ত কোন খবর আমরা এখনও আনুষ্ঠানিকভাবে পাইনি। তবে ইতোমধ্যেই আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেছি। খুব শিগগিরই বিষয়টি জানতে পারবো।

গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts